ঢাকা কলেজ প্রতিনিধি
নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম শাকিল (১৭-১৮সেশন) হিসাববিজ্ঞান
বিভাগ এবং সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ (১৮-১৯সেশন) বাংলা বিভাগ।
সাইফুল ইসলাম শাকিল কে সভাপতি মাকসুদুর রহমান মাসুদ কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ মাসের জন্য এই কমিটির ঘোষণা করা হয়।
বুধবার( ১৯ ই ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি দায়িত্ব প্রাপ্ত সাইফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হল ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব সেতু বন্ধন তৈরি করে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করা।” তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ইতিবাচক কাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে সকলের জন্য একটি অনুকরণীয় ও অনুসরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
উক্ত নব গঠিত কমিটির
সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বলেন “আমি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি,ছাত্রদের কল্যাণে কাজ করতে পারা এটা একটা বড় সৌভাগ্যর বিষয় আর এই সুযোগ টা যে বড় ভাইয়েরা করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি ভালো কাজ এর মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায় আর সে ভালোবাসাকে সামনে রেখে সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কে অনৈতিক কার্যকলাপ থেকে বই পড়া ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে একটি শক্তিশালি ও গতিশীল ইউনিটে পরিনত করবো”।
উল্লেখ্য, আগামী ৩ মাসের জন্য ছাত্রদের কল্যাণের স্বার্থে তাদের এই কমিটি ঘোষণা করা হয়।