17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeনিখোঁজ সংবাদঢাকা কলেজ এর শিক্ষার্থী সোহেল নিখোঁজ।

ঢাকা কলেজ এর শিক্ষার্থী সোহেল নিখোঁজ।

মোঃ বনি আমিন, ঢাকা কলেজ প্রতিনিধিঃ ঢাকা কলেজ এর ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী নরসিংদী জেলার অন্তর্গত চরমান্দালীয়া ইউনিয়নের মজিতপুর গ্রামের সন্তান সোহেল (২০)। আজ বেলা ১২ঃ ৩০ মিনিটের সময় চরমান্দালিয়া ব্রহ্মপুত্র নদীর শাখায় মুন্সিপাড়া সুইচগেট থেকে কলাগাছ বুকে নিয়ে নদীতে সাঁতার দেয়। সাথে আরো ৪, ৫ জন ছিল, প্রচন্ড স্রোতে সবাই উঠে আসতে সক্ষম হলেও সোহেল উঠতে পারে নাই। ফলে আত্মীয় স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠেছে।ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো খোঁজাখুঁজি করছে, কিন্তু কোন হদিস মিলছে না।

Most Popular

Recent Comments