19.9 C
Bangladesh
Friday, December 20, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতঢাকা যুবলীগ নেতার মহিপুর থানায় সেচ্ছায় আত্মসমর্পণ

ঢাকা যুবলীগ নেতার মহিপুর থানায় সেচ্ছায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান (৫৬) পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা হত্যাসহ সাতটি মামলার আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজ এলাকা সাভার ছেড়ে আত্মগোপন চলে যান। এরপরে তিনি বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে রাত্রি যাপন করেন। 

এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  তরিকুল ইসলাম বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান থানায় আসেন। নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণ করেন। পরে আমরা সাভার থানায় কথা বলে নিশ্চিত হই, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাও রয়েছে। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে তাদের জিম্মায় নিতে বলেছি আমরা। আপাতত থানা হেফাজতে রয়েছেন মিজানুর রহমান।

Most Popular

Recent Comments