ইমাম হাসান ইমন, ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পা রাখতে যাচ্ছে আগামী পহেলা জুলাই। এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে শতবর্ষ উদযাপনের রহস্য নিয়ে। ১৯২১ সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে শতবর্ষে পা দিতে যাচ্ছে দেশসেরা প্রতিষ্ঠানটি। অন্যদিকে মহামারী করোনা সংকটে দীর্ঘ দিন যাবত পাঠদান বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির। তাই ঢাবির জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে আগামী পহেলা জুলাই থেকে শুরু করতে যাচ্ছে অনলাইন ক্লাস। কিন্তু এখনো দেশে সেরকম অবকাঠামো গড়ে ওঠেছে কিনা তা নিয়ে নানা রকম প্রশ্ন জাগছে সুশীল সমাজসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে।