14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeরাবিতীব্র দাবদাহে রাবি ছাত্রলীগের শরবত বিতরণ

তীব্র দাবদাহে রাবি ছাত্রলীগের শরবত বিতরণ

রাবি প্রতিনিধি :
তীব্র তাপপ্রবাহে রাজশাহীতে নেমে এসেছে স্থবিরতা। এই গরমে শিক্ষার্থী, দোকানী, পথচারী, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনা মূল্যে শরবত বিতরণ করেছে  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (৩ মে) জুম্মা নামাজের পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শরবত বিতরণ করেন তারা।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট, মেইন গেইট, বিনোদপুর গেইট ও কেন্দ্রীয় মসজিদের সামনে শরবত বিতরণ কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাবি শাখার তত্ত্বাবধানে শরবত বিতরণ কার্যক্রম চলছে। তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি। আগেও যেমন সব সংকটে, সংগ্রামে ছাত্রলীগের সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আসছি। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় রাবি শাখা ছাত্রলীগের রূপক হাসান, নাদিম নিলয়, শামসুল আরিফিন খান সানি, আজিজুল হক আকাশ, শিবলি সাদিক, তাসিন তানভিরসহ প্রায় ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০৩.০৫.২০২৪
০১৩১৪৫১৩১১৫

Most Popular

Recent Comments