13.4 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeজাতীয়দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হওয়ার বিশেষ উপায় হলো প্রশিক্ষণ: জেলা কমান্ড্যান্ট মোঃ...

দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হওয়ার বিশেষ উপায় হলো প্রশিক্ষণ: জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান

আবদুল্লাহ আল মামুন:
দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিশেষ উপাদান হলো প্রশিক্ষণ। এমন প্রশিক্ষালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে জনগণের কল্যাণে ও সমাজের উন্নয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক,যৌতুক, নারী ও শিশু পাচার, বাল্যবিবাহ,নারী নির্যাতনসহ সামজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে সকল প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের আন্তরিকভাবে কাজ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ভিডিপির ১০ দিন মেয়াদী অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণে উপরোক্ত কথা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার ও আনসার সহকারী কমান্ডার উপস্থিত ছিলেন।

১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন ভিডিপি সদস্য অংশ গ্রহণ করছেন।

প্রশিক্ষণে ৮ জন কর্মকর্তারা অতিথি বক্তা হিসেবে ক্লাশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত ২০ আগষ্ট দাগনভূঞা
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।

এ প্রশিক্ষণ কার্যক্রম (প্রথম ধাপ) আগামী ৩১ আগষ্ট সমাপ্ত হবে।

Most Popular

Recent Comments