21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠদাগনভূঞায় আবদুল ওহাব চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দাগনভূঞায় আবদুল ওহাব চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের প্রয়াত আবদুল ওহাব চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জায়লস্কর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।

মোল্লা ঘাটা বান্টি ভয়েজ এর আয়োজনে আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস কুরাইশি মামুনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ওসমান হারুন মুন্না এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, সোনাগাজী সরকারি কলেজের প্রভাষক আনোয়ার শাহাদাত রাজীব, জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মিয়াজী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী,  জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিন্টু, ইউপি সদস্য মোঃ আবদুল হাকিম ও এডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলায় বান্টি ভয়েজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসবিএস স্পোর্টিং ক্লাব। শেষে বিজয়ী দলকে ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।

খেলা পরিচালনা করেন জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম আজাদ। ধারাভাষ্যে ছিলেন সফিকুল আলম স্বপন। খেলা সাব স্পন্সর ছিলেন পর্তুগাল প্রবাসী ইব্রাহিম খলিল শিপন। এ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।

Most Popular

Recent Comments