25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণদাগনভূঞায় গরু হৃষ্ট পুষ্টকরণ ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দাগনভূঞায় গরু হৃষ্ট পুষ্টকরণ ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ  ৭দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে ।

রবিবার (১৭ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাওছার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জাতীয় যুব পদক প্রাপ্ত আকবর হোসেন।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ এ প্রশিক্ষণ কোর্সে ৩০জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা স্ব উদ্যোগে আত্মকর্মী হবেন। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করা হবে।

Most Popular

Recent Comments