দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা শনিবার (২ মার্চ) স্থানীয় জমজম কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার উত্তম কুমার শীলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও ফেনী জেলার সভাপতি গ্রাম ডাক্তার আবু বকর সিদ্দিক, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও ফেনী জেলার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার জি.এম.মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু সাঈদ বোরহান, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইয়াছিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও গ্রাম ডাক্তার লক্ষণ চন্দ্র নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার উপদেষ্টা সম্পাদক কামাল উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টুসহ প্রায় দুই শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।