27.8 C
Bangladesh
Sunday, November 17, 2024
spot_imgspot_img
HomeUncategorizedদাগনভূঞায় দিনব্যাপী সমবায়'র ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

দাগনভূঞায় দিনব্যাপী সমবায়’র ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা উপজেলার পাঁচটি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয় স্থানীয় চাহিদার ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী উপজেলা অফিসার্স ক্লাব  হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন সহকারী প্রকল্প পরিচালক ও উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও কোর্স পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, সহকারী প্রশিক্ষক ও সহকারী কোর্স পরিচালক মোঃ এরফানুল হক। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ ও খাদ্য উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব টেকসই লাভজনক কৃষি উৎপাদনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সমবায় ব্যবস্থাপনা হিসাব সংরক্ষণ মূলধন গঠণ আয় বৃদ্ধি সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা প্রদান, সচেতনতা বৃদ্ধি বিষয়ক ও অংশগ্রহণকারী সমিতি সমূহের কার্যক্রম নিয়ে এবং প্রকল্পের আওতায় দুই মাস ব্যাপী বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Most Popular

Recent Comments