আবদুল্লাহ আল মামুন: দুই দশক আগে যাত্রা শুরু হয় দাগনভূঞা উপজেলার স্বনামধন্য সাংস্কৃতিক প্লাটফর্ম ধুমকেতু সঙ্গীত বিদ্যালয়। শুক্রবার (২ আগষ্ট) বিকেলে ধুমকেতু সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে দুই দশক পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ। ধুমকেতুর সভাপতি সমীর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, দাগনভূঞা উপজেলা শিল্প কলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহাম্মদ, বালিয়া কান্দি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অজয় দেব, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ধুমকেতুর সদস্য তপতী রাণী ভৌমিক, দাগনভূঞা সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটের চারুকলা প্রশিক্ষক রাজীব মজুমদার, ধুমকেতুর শিক্ষক রতন মিশ্র ও সমাজসেবক মোঃ ফরহাদ ও ধুমকেতুর সদস্য বিপ্লব কুরী প্রমুখ। এছাড়াও ধুমকেতু সঙ্গীত বিদ্যালয়ের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,সংস্কৃতি কর্মীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ধুমকেতু সঙ্গীত বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, দেখতে দেখতে ধুমকেতু আজ বিশ বছর পূর্ণ করেছে। বিশ বছর পূর্তির এ আয়োজন ইতিহাস হোক। এই পথচলা অব্যাহত রাখতে হবে।