আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া ১৬ বছরের ছাত্রী। শুক্রবার দুপুর ১২টায় দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার রাজাপুর ইউনিয়নের (৮নং ওয়ার্ড) পূর্ব জয়নারায়নপুর এলাকায় ওই ছাত্রীর সঙ্গে যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে মোবাইল কোর্ট বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের অভিভাবককে
বাল্যবিবাহ নিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের অভিভাবক লিখিতভাবে অঙ্গীকার করেছেন। শেষে ওই পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে।
এসময় স্থানীয় ইউপি সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।