14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeশিক্ষাদাগনভূঞায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দাগনভূঞায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী এলাকায় “আব্দুল নবী প্রবাসী ও যুব সমাজ কল্যাণ সংস্থা” নামক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সোমবার  সকালে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মামুন আবদুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের  পরিচালক মোঃ আবুল কাশেম।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুস জাহের, মাওলানা সেলিম উল্যাহ, মোহাম্মদ মোস্তফা সোহাগ, আব্দুর রহমান খোকন, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, মিজানুর রহমান ও মোহাম্মদ রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে নানা বিষয়ে আলোচনা করেন।

সংগঠনটির সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে। সে লক্ষ্যে আজ এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments