17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদিবসদাগনভূঞায় সরিষা চাষাবাদ সম্প্রসারণে কৃষক মাঠ দিবস

দাগনভূঞায় সরিষা চাষাবাদ সম্প্রসারণে কৃষক মাঠ দিবস

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা পৌরসভার চাঁদপুর গ্রামে বারি সরিষা-১৭ জাত নিয়ে স্থানীয় কৃষকদের সাথে মঙ্গলবার বিকেলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বারি সরিষা ১৭ বাস্তবায়িত প্রদর্শনীর এ মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ একরাম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক মানবাধিকারকর্মী কামরুল ইসলাম ক্লাইভ। স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আবদুল খালেক। এসময় শতাধিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments