আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় মোবাইল কোর্টের অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন এবং ঔষধ রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
অভিযানে প্রসিকিউশনে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য ও পশু খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় সেলিম ফিস এন্ড ফিডকে ১০ হাজার টাকা, সূচি কৃষি বিপননকে ৫ হাজার টাকা ও আল মোক্কাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, খামারীদের মাঝে যেন ন্যার্য্যমূল্যে এবং গুনগত মানসম্পন্ন ফিড, মুরগির বাচ্চা ও ঔষধ সরবরাহ নিশ্চিত হয় সেই লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন এবং ঔষধ রাখার অপরাধে ওই তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।