15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইসিটিদাগনভূঞায় অনলাইন আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরণ

দাগনভূঞায় অনলাইন আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এবং উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির বাস্তবায়নে উপজেলার বেকার যুবক-যুবতিদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনলাইন আউটসোর্সিং বিষয়ক ৩৫ দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও ইউডিএফ মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল হক জিলানী, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টিপু প্রমুখ।

Most Popular

Recent Comments