আবদুল্লাহ আল মামুন:দাগনভূঞায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। ৮ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন শাহরিয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আকবর হোসেন, সহ সভাপতি শাহিনা আক্তার,উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন, সাবেক আমির এ.এস.এম নূর নবী দুলাল, পৌর বিএনপির সভাপতি কাজী সাইফুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস আহমেদ, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, সদস্য সচিব আশিষ দত্ত, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা প্রতিনিধিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা, দাগনভূঞা থানা থেকে লুট হওয়া ৬টি অস্র উদ্ধারে সহযোগিতার জন্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের আইনশৃঙ্খলার কাজে সহযোগিতার জন্য একটি কমিটি করে উপজেলা নির্বাহী অফিসারের নিটক জমা দেওয়ার কথা বলা হয়।