আবদুল্লাহ আল মামুন :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত উদযাপন উপলক্ষ্যে ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের আয়োজন ও দাগনভূঞা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর কার্যালয়ের উদ্যোগে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর সদস্যদের মাঝে মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি অফিসার এ.কে.এম রুহুল আমিন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মামুনুর রশিদ, দিলরুবা আক্তার ও দাগনভূঞা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ফেনী পত্রিকার প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে একটি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বিতরণ করেন শুরু করেন। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার এ.কে.এম রুহুল আমিন ভূইয়া বলেন, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে ১৫০ জন সদস্যদের মাঝে প্রত্যেককে ২টি করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।