20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeঅনুদানদাগনভূঞায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দাগনভূঞায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন :
মুজিববর্ষ উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) এর ৬০ জন অস্বচ্ছল সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকল সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ. কে. এম রুহুল আমিন ভূইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সদস্য আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বলেন, উপজেলায় ৬০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুস্থ সদস্যদের পরিবার প্রতি ৩ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments