দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের আয়োজনে অত্র বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এনায়েত উল্যাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ইমাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. গোলাম মোস্তফা, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় অত্র বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের ১৫টি স্টল প্রদর্শন করা হয়। মেলায় বিচারক মন্ডলীর বিচারে স্টলগুলোর মধ্যে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।