আবদুল্লাহ আল মামুন:
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাসরিন আক্তার, থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হালিম, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ কে এম রুহুল আমিন ভূঁইয়া ও আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর হোসেন প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাসমিয়া ফেরদৌস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।