14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedদাগনভূঞায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দাগনভূঞায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আবদুল্লাহ আল মামুন:
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) দিলরুবা লাইলী এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ মুরাদ হাসান, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

Most Popular

Recent Comments