21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতদাগনভূঞায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

দাগনভূঞায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা চলমান বিশেষ অভিযানে উপজেলার জায়লস্কর এলাকা থেকে থানার এসআই মাসুদ আলম সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৪০ পিস ইয়াবা ও ৮ পুরিয়া গাঁজাসহ মোঃ বেলাল হোসেনকে (৪২) গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত বেলাল উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিন মাছিমপুর গ্রামের জাহাজি ওয়ালা বাড়ীর মৃত আলতাফ আলীর ছেলে।

থানার উপপরিদর্শক এসআই মোঃ মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৮ নভেম্বর ভোর রাতে ৪০ পিস ইয়াবাস ও ৮ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাগনভূঞা থানায় মামলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Most Popular

Recent Comments