আবদুল্লাহ আল মামুন :
ওয়ান ব্যাংক লিমিটেড দাগনভূঞা শাখা ও ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের মধ্যে অনলাইন ভিত্তিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়।
সফটওয়্যারভিত্তিক ডিজিটালাইজেশন এ চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান মঙ্গলবার (৮ জুন) সকালে ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অনলাইন ভিত্তিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন ওয়ান ব্যাংকের দাগনভূঞা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল সালাম। ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল সালাম বলেন, এ সফটওয়্যারভিত্তিক ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) এর মাধ্যমে কলেজের যাবতীয় শিক্ষা, আর্থিক কর্মকাণ্ড,স্কুল ফি কালেকশন, ক্লাশ ম্যানেজমেন্ট (উপস্থিতি, ফলাফল ইত্যাদি), স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট, র্টিচার ম্যানেজমেন্ট ও প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবরণী ইত্যাদি অনেক সুবিধা রয়েছে। তিনি আরো বলেন, ডিজিটালাইজেশন প্রক্রিয়া এবং ওকে ওয়ালেট ব্যাংকিং ব্যবস্থার অ্যাপভিত্তিক ডিজিটালাইজেশন পেমেন্ট সিস্টেম আর্থিক লেনদেন ইলেকট্রনিক ব্যবস্থায় টাকা জমা রেখে অনলাইনে লেনদেন করা যাবে। মোবাইল ফোন বা ট্যাবে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ছাত্র-ছাত্রীরা নিজেই সার্বক্ষণিক ঘরে বসে মোবাইলের মাধ্যমে টিউশন ফি জমা করতে পারবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঞ্জুরুল হক পাপ্পু, ওয়ান ব্যাংক দাগনভূঞা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল সালাম, হিসাববিজ্ঞান বিভাগের মোঃ বেল্লাল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক মোঃ মনোয়ার হোসেন, আইসিটি প্রভাষক মোঃ নিজাম উদ্দিন, ইংরেজি প্রভাষক শুভাশিস দাশ, হিসাববিজ্ঞান প্রভাষক মহিউদ্দিন ভূঁইয়া, কলেজ শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মোঃ শামির উদ্দিন, ব্যবস্থাপনা প্রভাষক শিমুল চন্দ্র রায় ও গ্রন্থাগার প্রভাষক মোঃ বেল্লাল হোসেন, দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক ফেনী পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমুখসহ ব্যাংক কর্মকর্তাবৃন্দ। ওয়ান ব্যাংক দাগনভূঞা শাখার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের পক্ষে দাগনভূঞা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল সালামেএবং ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অত্র কলেজের অধ্যক্ষ ও ওয়ান ব্যাংক দাগনভূঞা শাখা ব্যবস্থাপক।