19.6 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসভাদাগনভূঞায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা

দাগনভূঞায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্লাটফর্ম ফর ডায়ালগ (পিফোরডি) প্রকল্পের আওতায় উপজেলার ৩নং পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের দরাপপুর, কেরোনিয়া ও হাসানগণিপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সিজি গ্রুপের সাথে ভার্চুয়াল আলোচনা সভা মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ক্লাইভ এর সভাপতিত্বে ও চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রিজিওনাল কোর্ডিনেটর সৈয়দা শবনম মোস্তারী, ডিস্ট্রিক্ট ফেসিলেটর বিবি আয়েশা জয়া, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক স্বপন চন্দ্র নাথ, দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, হাসান গণিপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি নজরুল ইসলাম মিন্টু, কেরোনিয়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি দ্বীন মোহাম্মদ, দরাপপুর কমিটি ক্লিনিকের সভাপতি মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল দাস, পরিবার পরিকল্পনা সহকারী (এফ ডব্লিউ) সাকেরা বেগম, ম্যাপ সদস্য জিহাদ হোসেন, দরাপপুর কমিউনিটি ক্লিনিকের সদস্য আবদুল কাদের রুবেল ও মুফতি আনোয়ার হোসেন প্রমুখ। এসময় কমিউনিটি ক্লিনিকের গ্রুপ সদস্য ও ম্যাপ সদস্যরা এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।

ভার্চুয়াল আলোচনায় উক্ত তিনটি কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও সদস্যরা। ওষুধ সংকটের বিষয়টিও উঠে আসে ভবিষ্যতে সমস্যা গুলো কিভাবে মোকাবেলা করা যায় এবং স্বাস্থ্যসেবার মান যাতে আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Most Popular

Recent Comments