20.8 C
Bangladesh
Sunday, December 29, 2024
spot_imgspot_img
Homeদিবসদাগনভূঞায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

দাগনভূঞায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আবদুল্লাহ আল মামুন:
‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন, পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, সাবেক পৌর কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী সহকারী আবু নাছের সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments