আবদুল্লাহ আল মামুন:
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার সকালে পরিষদ প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন, স্থানীয় সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সদস্য পরিসংখ্যান কর্মকর্তা পরিতোষ মজুমদার,
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেন, কাউছার উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লুৎফুল হায়দার ভূঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সফিক উল্যাহ ও পুলক দাস প্রমুখ।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।