27.3 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeঅনুষ্ঠানদাগনভূঞায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

দাগনভূঞায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

আবদুল্লাহ আল মামুন:
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট  বাংলাদেশ’ প্রতিপাদ্যে দাগনভূঞায় দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে দাগনভ‚ঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় চত্ত¡রে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোশতাক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৫টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এতে ৩৮টি স্টল অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। সভায় বক্তারা বলেন, উন্নত দেশের আদলে ডিজিটাল বাংলাদেশ একটি প্রত্যয়। যা বাংলাদেশকে একটি তথ্য প্রযুক্তি নির্ভও রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। বর্তমানে এই কার্যক্রম চালু হওয়ার পর থেকে মানুষ ঘওে বসে যে কোন প্রকার সেবা গ্রহণ করতে পারছে। এর পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয় এর অবদান অনস্বীকার্য বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে তথ্য ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী তিন ক্যাটাগরিতে নয় প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

Most Popular

Recent Comments