দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলামকে বরণ করেন প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবন্দ।
গত বুধবার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি:১২০৬৮) এর উপজেলা সভাপতি মোঃ মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম কমলের নেতৃত্বে সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল অত্র উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন পূর্বক সাদরে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। শিক্ষকবৃন্দ ইউএনও এর নিকট প্রাথমিক শিক্ষায় বিরাজমান বিভিন্ন অসুবিধা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন।