19.9 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
HomeUncategorizedদাগনভূঞায় নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

দাগনভূঞায় নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আবদুল্লাহ আল মামুন:
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দাগনভূঞায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা করা হয়। প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান রাজু, মেডিকেল অফিসার ডাঃ সুনেন্দ সেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিন ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বক্তারা বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতায় পরিপূর্ণতা পেয়েছে। ডিজিটাল সেন্টার সাধারণ মানুষের জীবনযাত্রার মান সহজ করার পাশাপাশি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Most Popular

Recent Comments