13.4 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসভাদাগনভূঞায় পল্লী বিদ্যুৎ ডিজিএম এর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

দাগনভূঞায় পল্লী বিদ্যুৎ ডিজিএম এর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম এর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দাগনভূঞা জোনাল অফিসের এজিএম জোনায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক সভাপতি নূরুল আলম খান, ইত্তেফাক প্রতিনিধি মোঃ ওসমান গনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হিমেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, সদস্য সিএস টিভি সম্পাদক ও দৈনিক সূর্যোদয় প্রতিনিধি হাসনাত তুহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল হক, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মিঠু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, সদস্য ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নিমাই চন্দ্র মজুমদার, ভ্যানগার্ড প্রতিনিধি অর্জুন দাস, সাপ্তাহিক স্বাস্থ্য কথা প্রতিনিধি এম. এ আরাফাত ভূঞা, দৈনিক জবাবদিহি প্রতিনিধি তাহেরুল ইসলাম, সাপ্তাহিক সমসাময়িক প্রতিনিধি আলাউদ্দিন আল হাসান ও
দূর্ণীতির সন্ধানে প্রতিনিধি আবদুল্লাহ রুবেল প্রমুখ।

সভায় ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,
সভায় ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান ফেনীর কৃতিসন্তান মেজর জেনারেল (অব:) মঈন উদ্দিন মহোদয় এর দক্ষ নেতৃত্বে সারাদেশের ন্যায় ফেনী সহ দাগনভূঞা উপজেলায় পল্লী বিদ্যুতের অনেক উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে,তা জাতির জন্য এক বিরাট মাইলফলক। ডিজিএম আরও বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যাবহার, বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ এর ব্যাবহার সম্পর্কে গ্রাহকদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সম্মানীত গ্রাহক সদস্যগণকে পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ চুরি,পার্শ্ব সংযোগ পরিহার করার জন্য তিনি আহব্বান জানান। পরিশেষে তিনি প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির উন্নয়ন কর্মকাণ্ড সাংবাদিকদের লেখেনিতে যেন স্থান পায় সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Most Popular

Recent Comments