12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeখেলার মাঠদাগনভূঞায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

দাগনভূঞায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।


আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট ২০২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ মে) সকালে স্থানীয় আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার আবদুর রাজ্জাকসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে অংশগ্রহণকারী দলের দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে দাগনভূঞা সদর ইউনিয়ন ও সিন্দুরপুর ইউনিয়ন দল। খেলায় মোট ৯টি দল অংশ নেবে।

Most Popular

Recent Comments