34.3 C
Bangladesh
Thursday, April 3, 2025
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিদাগনভূঞায় বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী

দাগনভূঞায় বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী

দাগনভূঞা প্রতিনিধি:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক যুবদের নিয়ে ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে পৌর শহরের  সৈকত এন্ড তুসমি কম্পিউটার একাডেমি হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সৈকত এন্ড তুসমি কম্পিউটার একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদের পরিচালনায় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেন প্রমুখ।
৭ দিনব্যাপী বসত বাড়িতে সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে বসত বাড়িতে সবজি চাষ প্রশিক্ষনে শাক সবজি উৎপাদনের কলা-কৌশল, বিষমুক্ত নিরাপদ সবজি চাষে রোগ-পোকা দমনে করনীয়, সবজি সংগ্রহসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ প্রশিক্ষণ কোর্সে ৩০ জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা স্ব উদ্যোগে আত্মকর্মী হবেন। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করা হবে।

Most Popular

Recent Comments