25.9 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeমেলাদাগনভূঞায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

দাগনভূঞায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু


দাগনভূঞা প্রতিনিধি:
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যে দাগনভূঞা উপজেলায় ২ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম।

পরে তিনি মেলার ১৯টি স্টল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদার, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিজ্ঞান মেলায় উপজেলার ১৯টি স্টল স্থান পায়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জানুয়ারি) মেলা সমাপ্ত হবে।

Most Popular

Recent Comments