25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeউদ্বোধনদাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংক এর উদ্যোগে খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংক এর উদ্যোগে খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোগ ও অর্থায়নে করোনায় ক্ষতি গ্রস্থ অসহায়, কর্মহীন ও সিএসআর – এর বিশেষ কর্মসূচির আওতায় খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন সেন্টু, ম্যানেজার অপারেশন মনিরুজ্জামান পিন্টু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক সদর ইউনিয়নের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments