আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও চালক কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃত্যুবরণকারী নূর নবী (৪৫) নামের এক ব্যক্তির পরিবারের মধ্যে রবিবার (১৭ অক্টোবর) দুপুরে নূর নবীর স্ত্রীকে মালিক ও চালক কল্যাণ সমিতির তহবিল থেকে ১০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অটোরিকশা মালিক ও চালক কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ দিদারুল কবীর রতন।
এসময় উপস্থিত ছিলেন, অটোরিকশা মালিক ও চালক কল্যাণ সমিতির উপদেষ্টা ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম লাভলু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন, অটোরিকশা মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ খালেদ, চালক কল্যাল সমিতির সভাপতি মোঃ ইউছুফ, শ্রমিক লীগ নেতা মোঃ সেলিম প্রমুখ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ ও অটোরিকশা মালিক এবং চালক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অসহায় হতদরিদ্র অটোরিকশা চালক নূর নবী গত ২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নূর নবী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর পুলের ঘোড়া নামক স্থানে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। নূর নবী সোনাগাজী উপজেলার দক্ষিণ চর সাহা ভিখারির আবদুল আলীর ছেলে। নূর নবী স্ত্রী ও ছোট ছোট তিন ছেলে মেয়ে রেখে যান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নুর নবীর আত্মার শান্তি কামনা করে ও অটোরিকশা মালিক ও চালক কল্যাণ সমিতি সংগঠন সাফলতা কামনা করে বলেন, অটোরিকশা চালক মৃত্যুবরণ করলে কেউ পাশে থাকেনা। আজ অটোরিকশা মালিক ও চালক কল্যাণ সমিতি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।