আবদুল্লাহ আল মামুন :
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যের আলোকে ফেনীর দাগনভূঞা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ৪র্থ দিনের কর্মসূচি’র অংশ হিসেবে মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নে মৎস্য চাষিদের নিবিড় পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা সেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ইয়াকুব ইউনিয়নের মৃদ্ধারহাট এলাকায় স্থানীয় ইউপি সদস্যের পুকুর পাড়ে অনুষ্ঠিত সেবা প্রদান কার্যক্রমে প্রায় ৩৫ জন চাষিকে সেবা প্রদান করা হয়। এরমধ্যে ২ জন চাষির পুকুরে মাটি পরীক্ষা, ১৫ জন চাষির পুকুরে পানি পরীক্ষা ও ১৮ জন চাষিকে নিবিড় পরামর্শ সেবা প্রদান করা হয়। উক্ত সেবা প্রদান অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় সার্বিক সহযোগীতা করেন উক্ত ইউনিয়নের লিফ শাহাদাত হোসেন ও নুর আলম বিপ্লব।