21.4 C
Bangladesh
Thursday, November 21, 2024
spot_imgspot_img
Homeপ্রতিষ্ঠা বার্ষিকীদাগনভূঞায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

দাগনভূঞায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞা উপজেলা সদর স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হলে দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৬ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (৩০ জুন) সকালে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান জেলা প্রতিনিধি আজাদ মালদারের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটির সভাপতি মােয়াজ্জেম হােসেন মালদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি,কবি সাহিত্যিক লেখক ও কবি হেলাল একাডেমির প্রতিষ্ঠাতা কবি রেজাউল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি, দিশারী সংগঠনের সাধারন সম্পাদক খাযেজ আহমেদ, করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়,ভাষা শহীদ সালাম নগর স, প্রা,বিদ্যালয় ও বন্ধুর বন্ধনের সভাপতি মোঃ আলমগীর, দাগনভূঞা থানার ওসির প্রতিনিধি এ,এস আই দেলােয়ার হোসেন, প্যানেল মেয়র ১ নুরুল হুদা সেলিম,প্যানেল মেয়র ২ মোঃ ফারুক, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল নাদিম, সাবেক ছাত্রনেতা, সমাজসেবক মনসুর আহমেদ, সাবেক কাউন্সির হাজি আঃ রাজ্জাক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম, সাংবাদিক একে আজাদ, এম এম রহমান সোহেল, নাজমুল হক, শাখাওয়াত হোসেন টিপুসহ প্রেসক্লাব ও রিপোটার্সের সাংবাদিকরা।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করবে এটা জাতি প্রত্যাশা করে। কোন মিথ্যা সংবাদ কেউ চায় না। সমাজ ও জাতির কল্যানে মানুষের পাশে থাকেন। তিনি ফায়ার সার্ভিসের প্রয়োজন আছে বলে জানান, দাগনভূইয়া বাজারে ফুট ওভার ব্রিজ ও মহিলা কলেজের জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন। তিনি যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরে অতিথিদেরকে নিয়ে কেক কাটেন।

Most Popular

Recent Comments