14.4 C
Bangladesh
Friday, January 10, 2025
spot_imgspot_img
HomeUncategorizedদাগনভূঞায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের জনসচেতনামূলক ক্যাম্পেইন

দাগনভূঞায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের জনসচেতনামূলক ক্যাম্পেইন


দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলায় ‘‘যানজটমুক্ত নিরাপদ গন্তব্য’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে জনসচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্ট এলাকায় জনসচেতনামূলক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যায়যায়দিন দাগনভূঞা উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদারের সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সাধারণ সম্পাদক এম.এম.রহমান সোহেল,দপ্তর সম্পাদক আবদুল মোতালেব জাহাঙ্গীর, সাংবাদিক শাখাওয়াত হোসেন টিপু, দৈনিক নয়াকাল সম্পাদক ডাঃ ফখরুল ইসলাম, ফেনী ট্রাফিকের টিআই এর প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন ও নিরাপদ সড়ক চাই নিচসার দায়িত্বপ্রাপ্ত সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, যানবাহন ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা সড়কে যানজটমুক্ত নিরাপদ সড়ক গড়তে শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় যানজট নিরসনে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান। রাস্তা পারাপার, ফুটওভার ব্রীজ ব্যবহার, বিভিন্ন যানবাহন সড়কে যত্রতত্র পার্কিং, যাত্রী উঠানামা, ট্রাফিক আইন মেনে চলাসহ পথচারীদের সচেতন হওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, সড়কে চলার পথকে সুশৃঙ্খল ও সুসমন্বিত করতে হলে সবাইকে ট্রাফিক আইন মেনে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন হতে উদ্বুদ্ধ করতে হবে। টেকসই সচেতনতা ক্যাম্পেইন ও যানজটমুক্ত নিরাপদ গন্তব্য এ নিয়ে যদি সরকার, যানবাহন মালিক, যানবাহন চালক, যাত্রী ও পথচারী সবাই সচেতন হয়, তবেই গাড়ি দুর্ঘটনা প্রতিরোধ করে ও যানজটমুক্ত একটি সুন্দর শহর হতে পারে। জনসচেতনামূলক এমন একটি গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন করায় দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। শেষে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments