আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় বাজার মনিটরিং ও মুদি মনোহারি দোকানে মোবাইল কোর্টের অভিযানে দোকানীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জায়লস্কর ইউনিয়নের গজারিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালান, এ সময় মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশ পণ্য রাখার অপরাধে এক মুদি দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য রাখার অপরাধে এক মুদি দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সেনাবাহিনী দাগনভূঞা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর এসএম শাহরিয়ার রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সহায়তায় করে।