আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় ২০২১-২২অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ পুকুর ও অন্যান্য ২০টি জলাশয়ে অবমুক্তকরণ ও উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন সাংসদ লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
দুপুর সাড়ে বারটায় সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সাথে উপজেলার বিভিন্ন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে তিনি উপজেলার মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের নির্মিত নতুন স্কুল ভবন, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের চলমান কাজ ও সালাম স্মৃতি যাদুঘরসহ উপজেলার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী।
মৎস্য অবমুক্ত করনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ এর সাংসদ লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ প্রমুখ।