14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeদিবসদাগনভূঞায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দাগনভূঞায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দাগনভূঞায় প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর ) সকালে উপজেলা অফিসার্স ক্লাব সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন স্বপন ও থানার সেকেন্ড অফিসার সুমন বড়ুয়া প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি মূলক সভায় দিবসসমূহ উদযাপন উপলক্ষে পরার্মশ ও মতামতসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। এছাড়া সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয় সঠিক নিয়মে জাতীয় পতাকা ব্যবহারের।

Most Popular

Recent Comments