আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশসানের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টও মোস্তাক আহমেদের সঞ্চালনায় প্রধান ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান রাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দও নূরী, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমে, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম.এ তাহের ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন ও শিক্ষক-শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব। এসময় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য শিক্ষক, গবেষক ও লেখকদের বই পড়ার আহ্বান জানান।