15.4 C
Bangladesh
Wednesday, December 25, 2024
spot_imgspot_img
Homeঅনুষ্ঠানদাগনভূঞায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

দাগনভূঞায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের  ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইমাম হাছান কচি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাওছার উদ্দিন, নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি মমতাজ উদ্দিন মিলন,
ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী হোসনে আরা কাউসার, সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইফতেখার আলম, আলোর দিশারী ক্লাবের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ জুয়েল, সফল আত্মকর্মী নাদিয়া কাউছার নিপুন ও নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেন।

এসময় সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা নিয়ে সচেতনতামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় ৩০ জন যুব ও যুব মহিলা অংশগ্রহণ করেন।

Most Popular

Recent Comments