14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeচিকিৎসাদাগনভূঞা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী বিতরণ

দাগনভূঞা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় দাগনভূঞা উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন উন্নত চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোহাম্মদ জুলফিকার হাসান, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন ও দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আলট্রাস্নোগ্রাফি মেশিন, কনসেনট্রেটর মেশিন, এসি ও ইসিজি মেশিন সহ ১০ লক্ষ টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments