আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞায় কোভিড-১৯ পরিস্থিতিতে সংক্রমণ রোধকল্পে জনসাধারণের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে তৈরিকৃত মাস্ক ও সুরক্ষা সামগ্রী উপজেলার সর্ব সাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার (১১ আগষ্ট) বিকেলে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকায় এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ গোলাম জাকারিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, পৌর মেয়র ওমর ফারুক খান, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম
প্রমুখ। এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।