20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeউদ্বোধনদাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশন’র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশন’র উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে একযোগে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসার) তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক ও দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান ও দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক ও উদ্দোক্তা  দেলোয়ার হোসেন, পরিচালক রুবেল আলী, পরিচালক এনামুল হক রিমন এবং বৃত্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে ৩টি কেন্দ্রে আলাদা কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব এবং বিভিন্ন হল পরিদর্শক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য পরীক্ষা গ্রহণের যাবতীয় দায়িত্ব পালন করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এনায়েত উল্যাহ ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তালেব।এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলীসহ বৃত্তি ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা। ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণসহ অন্যান্য চলমান সামাজিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে। এছাড়াও সামনে আরও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করা হবে।

Most Popular

Recent Comments