দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফখরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় শিক্ষক, সিনিয়র স্টাফ নার্স, এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১ জুন দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় দাগনভূঞা উপজেলার ১৯৩ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৫ হাজার ৯৫৭ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩৯ হাজার ১০০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।