দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হলে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদারের সভাপতিত্বে ও সহ সভাপতি দেওয়ান মোঃ ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রায়ন-২ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ
জাহিদুল ইসলাম সেলিম, বিটিভি ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, থানার ওসি তদন্ত রাসেল মিয়া, পৌরসভার প্যানেল মেয়র নূরুল হুদা সেলিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপন, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইফতেখার সিবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান আশ্রাফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিশু নাথ,
সাবেক পৌর কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ব্যাংকার মিজানুর রহমান হিরো, সমাজসেবক মনসুর আহমেদ, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম তোতা, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মার্কেটের ম্যানেজার মোঃ শাহজাহান ও মোল্লা ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। এছাড়াও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, কোষাধ্যক্ষ জিয়াউল হক পিন্টু, সদস্য জাহিদ হাসান, নাজমুল হাসান শুভ। এসময় সাংবাদিক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বাজার কল্যাণ সমিতি ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়া নেতৃবৃন্দ, ড্রাগ সমিতির নেতৃবৃন্দ, রেন্ট-এ কার মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন- পেশাদার সাংবাদিকদের নিয়েই রিপোর্টার্স ইউনিটি গঠিত। ইতিপূর্বে রিপোর্টার্স ইউনিটির অনেক কর্মকাণ্ড চোখে পড়ার মতো নি:সন্দেহে প্রশংসার দাবিদার। সাংবাদিকগণ দেশ-জাতির দর্পণ হিসাবে কাজ করে থাকেন। পরে তারা রিপোর্টার্স ইউনিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।