আবদুল্লাহ আল মামুন :ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া সিএনজি চালক, ইলেক্ট্রিশিয়ান, রাজমিস্ত্রী, কার্পেন্টার মিস্ত্রি, অসহায় ও দুঃস্থদের মাঝে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সিএনজি মালিক সমিতির সভাপতি বাকের মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব ও শ্রমিক সমিতির সভাপতি মোঃ সোহেল প্রমুখ। এসময় সদর ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া সিএনজি চালক, ইলেক্ট্রিশিয়ান, রাজমিস্ত্রী, কার্পেন্টার মিস্ত্রিসহ অসহায় ও দুঃস্থদেরমোট ২৫০ জনকে প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।